‘আমাদের বিদেহী পিতা শুধুমাত্র তার জন্মস্থান দক্ষিণ আফ্রিকায় নয়, সারা বিশ্বের স্বাধীনতা, ন্যায়বিচার, সাম্য ও শান্তির জন্য সংগ্রামে একজন ধর্মযোদ্ধা ছিলেন। তিনি ছিলেন আমাদের নৈতিক কম্পাস ও জাতির বিবেক।’
শনিবার শান্তিতে নোবেল বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তাকে এভাবে স্মরণ করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
গত রোববার ৯০ বছর বয়সী টুটুর মৃত্যু হয়। অবিচারের বিরুদ্ধে আজীবন লড়াই করা এই যোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজির ছিলেন বিশ্বনেতারা।
বিনয়ের জন্য খ্যাত টুটু মৃত্যুর আগে সহজ ও অনাড়ম্বর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছিলেন। তার ইচ্ছা অনুযায়ী সস্তা কফিনে লাশ রাখা হয় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরিবর্তে সেই অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়।
টুটুর কন্যা নাওমি বলেছেন, ‘আমরা তাকে বিশ্বের সঙ্গে ভাগ করেছি এবং আপনারা আমাদের সাথে তার প্রতি আপনাদের ভালবাসার অংশ ভাগ করেছেন। আমরা কৃতজ্ঞ যে, আপনারা সবাই এই সপ্তাহে বাবার স্মৃতিচারণ করতে আপনার অনেক জায়গায়, ব্যক্তিগতভাবে বা প্রযুক্তির মাধ্যমে জড়ো হয়েছেন … আমরা বলছি, ধন্যবাদ বাবা, আপনি যেভাবে আমাদের ভালবাসা দিয়েছেন তার জন্য।’