মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে মৃদু হিসেবে বিবেচনা করা ঠিক হবে না বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার (৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসাস জানান, গবেষণায় দেখা গেছে, আগের কোভিড ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনে মানুষের গুরুতরভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা কম। তবে রেকর্ড সংখ্যক মানুষের এই ভাইরাস শনাক্ত হচ্ছে। ফলে এটা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে ১০০ শতাংশ। সোমবার যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়। সংস্থাটি বলছে, বিশ্বব্যাপী যারা করোনাভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন তাদের ৯০ শতাংশ কোনো টিকা নেননি। তাই মহামারি এই ভাইরাসকে মোকাবিলায় টিকা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। দরিদ্র দেশগুলোকে টিকা সহায়তা প্রদানের আহ্বানও জানিয়েছেন টেডরস আধানম।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৮৩৪ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪ লাখ ৯৭ হাজার ১৫৪ জনের। এর মধ্য দিয়ে বিশ্বে ৩০ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শুক্রবার (৭ জানুয়ারি) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ৫৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩০ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৪৯১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ১৪৩ জন।