কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমন করতে কোনো সতর্কবার্তা ছাড়াই গুলি ছোড়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েব।
শুক্রবার বিবিসি এমন তথ্য জানিয়েছে।
বিক্ষোভকারীদের ‘দস্যু’ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, ২০ হাজার ‘দস্যু’ আলমাতি শহরে হামলা চালিয়েছে। এরা বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। অবশ্য তোকায়েব তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তোকায়েব বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ‘সন্ত্রাসবাদ বিরোধী’ অভিযানের আওতায় বিক্ষোভকারীদের ‘ধ্বংস’ করে দেওয়া হবে।
এদিকে, কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে ২৬ ‘সশস্ত্র অপরাধী’ এবং নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছে।
তরলীকৃত জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বুধবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট তোকায়েভ। একইসঙ্গে তিনি বিক্ষোভকারীদের দমন করতে রাশিয়ার কাছ থেকে সেনা সহায়তা চান। তার অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে প্রায় আড়াই হাজার সেনা পাঠিয়েছেন।