পাকিস্তানে তুষারপাতের মধ্যে গাড়ির মধ্যে আটকা পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির পার্বত্য শহর মুররিতে এ ঘটনা ঘটেছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, অসময়ে ভারী তুষারপাত দেখতে গত কয়েক দিনে শহরে এক লাখের বেশি গাড়ি প্রবেশ করেছিল। এর ফলে নগরীতে তীব্র যানজটের সৃষ্টির হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ একটি ভিডিও বার্তায় বলেছেন, পর্যটকরা এতো বেশি সংখ্যায় পার্বত্য স্টেশনে ভিড় করেছে যে, ‘১৫ থেকে ২০ বছরের মধ্যে প্রথমবার বড় সংকট তৈরি করেছে।’
উদ্ধারকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়ির ভেতরে আটকা পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ শিশু রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে এক হাজার ১২২ জন পর্যটককে।
স্থানীয় বাসিন্দারা আটকে পড়া পর্যটকদের খাদ্য ও কম্বল দিয়ে সহযোগিতা করছেন। পার্বত্য স্টেশনমুখী সব রুটের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।