ব্রাজিলে পাহাড়ের একাংশ অবকাশযাপনের নৌকার ওপর ধসে পড়েছে। এতে ১০ নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৩২ জন । রোববার (৯ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এমন ঘটনা ঘটে।
অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কয়েকটি নৌকায় করে পর্যটকরা হ্রদে ঘুরতে যায়। এ সময় নৌকার আরোহীরা বারবার চালকদের পাহাড় এড়িয়ে চলার পরামর্শ দেয়। এ সময় একটি পাহাড়ের একাংশ নৌকার ওপর ধসে পড়ে। এতে একটি নৌকা ডুবে যায়। অন্য নৌকাগুলো সে সময় নিরাপদে অন্যত্র সরে যেতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এর আগে গত কয়েকদিনের বৃষ্টিতে মিনাস জিরাইস রাজ্যের পাহাড়ের খাদগুলো নরম হয়ে যায়। এর ফলে পহাড় ধসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
লেফটেন্যান্ট পেদ্রো আইহরা বলেন, পাহাড়ের শিলাগুলো ঘটনাস্থলে থাকা তিনটি নৌকায় আঘাত করেছে। এতে ৩২ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ২০ জন মানুষ নিখোঁজ আছেন। তবে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি তালিকা যাছাই শেষে নিখোঁজদের ব্যাপারে সঠিক তথ্য দেওয়া সম্ভব।
তিনি আরো জানান, দুর্ঘটনায় নিহতদের দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। এখন স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
সূত্র: বিবিসি।