ভারতে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ চলছে। ডেল্টাকে ছাড়িয়ে ইতোমধ্যে সেখানে প্রভাব দেখাতে শুরু করেছে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন। এরই মধ্যে সোমবার (১০ জানুয়ারি) দেশটিতে নতুন করে ১ লাখ ৭৯ হাজার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত এসব মানুষের মধ্যে চার হাজারের বেশি মানুষ ওমিক্রনে আক্রান্ত।
সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত করোনা সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩ শতাংশের বেশি। এ সময় মারা গেছেন ১৪৬ জন। ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জনে। সুস্থ হয়েছে ৪৬ হাজার ৫৬৯ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববারের তুলনায় সোমবার দেশটিতে ১৩ শতাংশ রোগী বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২৩টি রাজ্যে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৩ জন। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে ১ হাজার ২১৬ জনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে। এরপরই রয়েছে রাজধানী দিল্লির অবস্থান। সেখানে ৫২৯ ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।