নতুন বছরের প্রথমদিন রাতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেন। আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে—‘চলে গেলেন সৃজিত মুখার্জি।’ একটি ছবিতে এমনটা লেখা ছিল। যা গত ২ জানুয়ারি ফেসবুকে শেয়ার করে সৃজিত। তা ছাড়া কেউ কেউ তার মৃত্যু কামনা করেন। এ নিয়েও আলোচনা কম হয়নি।
এদিকে দশদিন পর করোনামুক্ত হলেন টলিউড পরিচালক সৃজিত মুখার্জি। ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়ে এই পরিচালক লিখেন, ‘অবশেষে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।’ যারা সুস্থতা কামনা করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন সৃজিত। আর যারা তার মৃত্যু কামনা করেছেন তাদেরও ধন্যবাদ দিয়ে সৃজিত লিখেন—‘যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছেন তাদেরও ধন্যবাদ।’
সৃজিত করোনায় আক্রান্ত হওয়ার পাঁচদিনের মাথায় জানা যায়, সৃজিতের স্ত্রী মিথিলার কন্যা আইরার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ। মিথিলা-তাহসানের কন্যা আইরা। এর কয়েক দিন পর করোনায় আক্রান্ত হন মিথিলা। সৃজিত করোনামুক্ত হলেও এখনো আইসোলেশনে রয়েছেন আইরা-মিথিলা।