ব্রাজিলিয়ান তারকা রবিনহোর ৯ বছরের কারাদণ্ড হয়েছে।
বুধবার রোমে এক ধর্ষণ মামলার রায়ের বিপক্ষে করা আপিলে হেরে যান রবিনহো। বহাল থাকে ৯ বছরের কারাদণ্ড। রবিনহোর সঙ্গে তার বন্ধু রিকার্ডো ফালকোকেও একই কারাদণ্ড দেওয়া হয়েছিল ২০১৭ সালে।
২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার রবিনহো ও রিকার্ডোর বিরুদ্ধে ইতালির আদালতে ধর্ষণ মামলা হয়। ২০১৭ সালে তাদের ৯ বছরের কারাদণ্ড হয়। এই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেন তারা। বুধবার সেই আপিল আবেদনে হেরে যান রবিনহো ও তার বন্ধু। এবং আর কোনো আপিলের সুযোগ রাখা হয়নি সেখানে। তাই রবিনহো ও তার বন্ধুকে ৯ বছরের কারাভোগ করতে হবে।
তবে রবিনহোকে ইতালির কারাগারে রাখা হবে না। তিনি ব্রাজিলের কারাগারেই কারাভোগ করবেন। অবশ্য ধর্ষণ মামলা হওয়ার পর থেকেই ইতালিতে প্রবেশের সুযোগ হারিয়েছিলেন ব্রাজিলের এই ফুটবলার।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে যে, ২০১৩ সালে ইতালির মিলানের সিও ক্যাফে নাইটক্লাবে এক আলবেনিয়ান নারীকে গণধর্ষণ করেন রবিনহো ও তার বন্ধুরা। যদিও শুরু থেকেই এই ধর্ষণ অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার।