ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে তিন শিশু ও আফ্রিকার সাত অভিবাসী রয়েছে।
শুক্রবার সাদা প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স ও এএফপি।
রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা এ পর্যন্ত ৬০ জন প্রাপ্তবয়স্কের লাশ উদ্ধার করেছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ বের করে আনার কাজ চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পরে তারা সৌদি আরবের বেশ কয়েকটি শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে শুক্রবার হুতিদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে জোট।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, সাদায় বিমান হামলায় শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে।
২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি ইয়েমেনি। হামলার কারণে দুর্ভিক্ষের কবলে পড়েছে ইয়েমেন। আন্তর্জাতিক দাতব্য ও অধিকার সংস্থাগুলোর অব্যাহত আহ্বান সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে জোট।