মাদারীপুরের শিবচরে প্রাইভেটকারের পেছনে পর পর দুই বাসের ধাক্কায় পাঁচ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চার জন।
শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা এলাকায় এমন দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. খলিল মাতুব্বর (৫৮), মোস্তফা শিকদার (৫৮), রোকেয়া বেগম (৪০) ও ভ্যানচালক মো. লিটু।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি প্রাইভেটকার বাংলাবাজার ফেরিঘাট থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটি বাঁচামারা এলাকায় এলে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারের দুজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই প্রাইভেটকারের আরও তিন যাত্রী।
এসময় স্থানীয়রা উদ্ধার করতে গেলে পেছন থেকে আসা আরো একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয় তিন জন। আহতদের পাঠানো হয়েছে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের একজন রাত সাড়ে ১০ টার দিকে সেখানে মারা যান। তার নাম মোফাজ্জেল হোসেন খান, বাড়ি শিবচরের বাঁচামারা এলাকায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় পাঁচ জন মারা গেছে। এ ঘটনায় আরও চার আহত হন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।