৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন।
অ্যাশলেই বার্টি অস্ট্রেলিয়ার জন্য এমন সুন্দর দিনের ব্যবস্থা করলেন। নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতে স্বদেশী ক্রিস্টিন ও নিলের কীর্তিতে ভাগ বসালেন বার্টি।
২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০২১ সালে উইম্বলডন জিতেছেন বার্টি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে তার পোড়া কোপাল। তিন বছর আগে একবারই অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনাল খেলেছেন বার্টি।
এবার প্রথম বাছাই হয়ে কোর্টে নামার পর থেকেই দূর্বার গতিতে এগিয়ে যান। সেই ধারাবাহিকতা থাকে ফাইনালেও। যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিন্সকে হারিয়ে ৬-৩, ৭-৬ (৭/২) গেমে জিতে নেন অস্ট্রেলিয়ান ওপেন। এক ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে নিজের তৃতীয় মেজর শিরোপা জয়ের আনন্দে আত্মহারা হয়ে পড়েন বার্টি।
ম্যাচ শেষে পরিবার ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘স্বপ্ন সত্যি হলো আমার। যদিও একটু ঘোরের মধ্যে আছি। আমার আজকের অর্জনের পেছনে অনেক ভূমিকা রেখেছে। একজন অস্ট্রেলিয়ান হিসেবে গর্বিত। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে।’