মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম একথা জানায়।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শনিবার জেলিস্কো রাজ্যে রাস্তার পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃতু্য হয়। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন।
জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগ এক টুইট বার্তায় জানায়, দুর্ঘটনার পর ভ্যানটির ভেতর আটকা পড়া ৭ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
জরুরি সহায়তা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রঙের বড় একটি ভ্যান মহাসড়কের পাশে একটি গর্তের মধ্যে কাত হয়ে পড়ে আছে।
কর্তৃপক্ষ জানায়, বছরের এই সময়টাতে দেশটির ক্যাথলিক খ্রিস্টানরা সান হুয়ান দে লুস লাগোসের একটি মন্দিরে যান। ধারণা করা হচ্ছে এসব ভ্যান আরোহীরাও সেখানেই যাচ্ছিলেন।