পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চাদর কিনতে জার্মানিতে যাচ্ছেন, এমন সংবাদের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘উনি (আইজিপি) যাচ্ছেন কি না, এটা আমার জানা নেই। তিনি ভালো বলতে পারবেন—কবে যাবেন, কিভাবে যাবেন।’
রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চাদর কিনতে জার্মানিতে যাচ্ছেন আইজিপি, গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি কেন যাবেন? তিনি রিজয়েন্ডার দিয়েছেন, এখানে আমাদের কিছু বলার নেই। আমাদের দেশে চাদর-বালিশ যথেষ্ট তৈরি হচ্ছে। আমরা বিদেশেও রপ্তানি করছি। উনি কী ধরনের ইমপোর্ট করছেন, বিস্তারিত জানেন।’
গুমের তালিকায় থাকা অনেককেই উদ্ধার করা হয়েছে
গুমের তালিকায় থাকা অনেককেই উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, ‘আমরা সব সময় বলে এসেছি, অনেকে নিজেকে সরিয়ে রাখেন। অনেকে ব্যবসায় ফেল করে, মামলা এড়াতে বা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে আত্মগোপন করেন। যে নামগুলো দেওয়া হয়েছিল, তাদের অনেকের নামেই ১২ থেকে ১৩টি মামলা ছিল। আমরা আবারো বলছি, গুমের কথা যেগুলো বলা হচ্ছে, অনেককেই আমরা উদ্ধার করতে পেরেছি।’
সালমান এফ রহমানের সঙ্গে আইনমন্ত্রীর ফোনালাপ কীভাবে ফাঁস হলো, দেখার বিষয়
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তদন্তের বিষয়। এটা কীভাবে রেকর্ড হলো, সেটা দেখার বিষয়। নিশ্চিত না হয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।’
তিনি আরো বলেন, ‘সরকারিভাবে এরকম রেকর্ড করার কোনো সিস্টেম নেই। অন্য কোনো প্রযুক্তি বের হয়েছে কি না, দেখার বিষয় আছে। এনটিএমসি একমাত্র প্রতিষ্ঠান যেখানে লফুল ইন্টারসেপশন করা হয়। তবে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া মনিটর বা প্রকাশ করতে পারে না। কাজেই অনুসন্ধানের ব্যাপার আছে।’