ইউক্রেনের খারসন শহর দখল করে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে রাশিয়া। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
তবে রাশিয়ার সেনারা শহরে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করতে পেরেছে কিনা তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। খারসন অঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়ার সেনারা শহরটি ঘিরে রেখেছে।
রুশ কর্তৃপক্ষের দাবি সত্য হলে, ইউক্রেনে এটি হবে তাদের বড় বিজয়। কারণ সেনাবাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। কৃষ্ণ সাগরের তীরবর্তী শহরটি ইউক্রেনের প্রধান শিল্প ও গুরুত্বপূর্ণ বন্দর নগরী।
বিবিসি জানিয়েছে, খারসনের নিয়ন্ত্রণ মানে ইউক্রেনের পানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসের নিয়ন্ত্রণ। দেশটির অধিকাংশ সুপেয় পানি এই শহর থেকে সরবরাহ করা হয়।