মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনই জিতবে। শুক্রবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার তিনি এ কথা বলেছেন।
যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা অবশ্য বলতে পারেননি ব্লিঙ্কেন। তবে ইউক্রেনের পরাজয় অনিবার্য নয় বলে জোর দাবি করেছেন তিনি।
ব্লিঙ্কেন ইউক্রেনের জনগণের ‘অসাধারণ প্রতিরক্ষার’ প্রশংসা করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি মস্কোর উদ্দেশ্য হয় যে কোনোভাবে সরকার পতনের চেষ্টা করা এবং তার পুতুল শাসন প্রতিষ্ঠা করা, তাহলে চার কোটি ৫০ লাখ ইউক্রেনীয় একে এক বা একাধিক উপায়ে প্রত্যাখ্যান করবে।’
তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন যেভাবে পরিকল্পনা করেছিলেন সেভাবে যুদ্ধ হয়নি। ইউক্রেনীয় বাহিনীর কঠোর প্রতিরক্ষা রাশিয়ার বাহিনীর অগ্রযাত্রাকে ব্যাহত করছে।
আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে সাহায্য করার জন্য যথাসাধ্য করতে এবং ‘ভ্লাদিমির পুতিনের শুরু করা এই যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার উপর ভয়াবহ চাপ সৃষ্টি করতে’ প্রতিশ্রুতিবদ্ধ।