রাশিয়ার বিমান, মহাকাশ প্রযুক্তি রপ্তানিকে প্রভাবিত করতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এর ফলে ব্রিটিশ সরকার তাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারকারী রাশিয়ার বিমান আটকে রাখার পাশাপাশি ফৌজদারি অপরাধ হিসেবে গন্য করতে পারবে।
বুধবার (৯ মার্চ) ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস একথা জানান।
লিজ ট্রাস বলেন, নতুন এই ‘নিষেধাজ্ঞা রাশিয়া এবং ক্রেমলিনের ঘনিষ্ঠদের জন্য অর্থনৈতিক বিপদ ডেকে আনবে।’
তিনি আরো বলেন, ‘তার দেশের সরকার ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক মঞ্চে রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য কাজ করবে।
দেশটির পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, ‘রুশ বিমান নিষিদ্ধ করার প্রথম দেশগুলির মধ্যে হল যুক্তরাজ্য। আজ (বুধবার) আমরা রাশিয়ার বিমানকে যুক্তরাজ্যের আকাশসীমায় পরিচালনা করাকে ফৌজদারি অপরাধ করে এ বিষয়ে আরো এগিয়ে গেছি।’
বিবিসি নিউজনাইটের রাজনৈতিক সম্পাদক নিক ওয়াট জানান, এই পদক্ষেপটি রাশিয়ান মালিকানাধীন বিমানবহরকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে নয়। মূলত দেশটির সরকারি বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাজ্যের ওপর দিয়ে উড়তে নিষেধা করা হয়েছে। তবে যে সমস্ত ব্যক্তিগত বিমান রাশিয়ার ধনী ব্যক্তিদের নিয়ে যুক্তরাজ্যের আকাশ সীমার ওপর দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করবে সেগুলোকে নিষেধাজ্ঞার মধ্যে আনা হবে।