ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট শনিবার (১২ মার্চ) এ খবর জানিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট এক প্রেস ব্রিফিং এ জানান, কিয়েভ ও মস্কোর আলোচনাকারী দলগুলো আলটিমেটাম বিনিময় না করে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করেছে।
এসময়, জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে আলোচনায় অংশ নিয়ে যুদ্ধ বন্ধে আহ্বান জানান এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্ততায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে স্বাগত জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরো জানান, শুক্রবার ৫০০ থেকে ৬০০ রুশ সেনা ইউক্রেনের কাছে আত্মসমার্পন করেছে।