পোল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে ১৩৪ জন। রোববার (১৩ মার্চ) লাভিভ অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিটস্কি একথা জানান।
এর আগে লাভিভ ও এর পাশের এলাকাগুলোতে সকাল থেকে বিমান হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। এ সময় পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। ঘাঁটিটিতে ৩০টির মতো ক্রুজ ক্ষেপাণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ম্যাকসিম কোজিটস্কি জানান, বোরবার ছোঁড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে।’ তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে এসে আছড়ে পড়ে। এতে ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন
ইন্টারন্যাশনাল পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টার, দীর্ঘদিন ধরে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়া এখান থেকে প্রায়ই যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভুক্ত অন্য সদস্য দেশগুলোর সেনারাও প্রশিক্ষণ নেয়।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তায় পোল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেন থেকে যাওয়া অগণিত মানুষ শরণার্থী হিসেবে পোল্যান্ডে আশ্রয় নিচ্ছে। এছাড়া পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহায়তা করতে পোল্যান্ড সীমান্ত দিয়ে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে।