ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনীর বিশেষ শাখা রেভল্যুশনারি গার্ড। বার্তাসংস্থা রয়টার্স সোমবার (মার্চ ১৪) এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলের ‘কৌশলগত স্থাপনা’ লক্ষ্য করে ওই হামলাগুলো চালানো হয়েছিল।
মার্কিন কনস্যুলেট ও অন্যান্য স্থাপনা ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে কুর্দির স্থানীয় সরকার।
ইরাকের এক নিরাপত্তা কর্মী রয়টার্সকে জানায় এসব ক্ষেপণাস্ত্র ইরানের তৈরি।