দুই দিনের সফরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ ঢাকায় এসেছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের প্রথম দ্বিপক্ষীয় পলিটিক্যাল কনসালটেশন হবে। হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে বিনিয়োগের বিষয়ে প্রাধান্য দেবে বাংলাদেশ। এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ‘রাজনৈতিক পরামর্শ’ নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন দুই মন্ত্রী।
একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর। বুধবার দুপুরে ঢাকা ত্যাগ করবেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ।