রাশিয়ার সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের হামলার পর রাশিয়ার সামরিক বাহিনী বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। চেচনিয়া সংঘাতে সোভিয়েত ইউনিয়ন যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল ইউক্রেন হামলায় তারচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে মস্কো। রাশিয়া ইতোমধ্যে বুঝতে শুরু করেছে যে, তারা হয়তো এই যুদ্ধ থেকে কিছুই পাবে না।
রাশিয়ার সেনাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি জানি আপনারা বাঁচতে চান। যারা আত্মসমর্পণ করবেন তাদের সঙ্গে মানুষের মতো, ভদ্রোচিত আচরণ করা হবে।’
যুদ্ধ অবসানে মঙ্গলবারও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা হয়েছে। ওই আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি।