ইউক্রেন যুদ্ধের কারণে প্রতি সেকেন্ডে প্রায় একটি শিশু শরণার্থী হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। হামলার মুখে প্রাণে বাঁচতে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন থেকে পূর্ব ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
জেনেভায় আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র পল ডিলন বলেছেন, ‘ইউক্রেন থেকে বের হয়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে। এই মানুষগুলোর মধ্যে এক লাখ ৫৭ হাজার মানুষ তৃতীয় দেশের নাগরিক।’
তিনি জানান, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর প্রায় ১৫ লাখ শিশু ইউক্রেন থেকে নির্বাসিত হয়েছে। এই হিসেবে প্রতি সেকেন্ডে প্রায় একটি শিশু শরণার্থী হয়েছে।
জাতিসংঘের শিশু তহবিলবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, ‘গত ২০ দিন ধরে প্রতিদিন ৭০ হাজারের বেশি শিশু শরণার্থী হয়েছে। প্রতি মিনিটে ৫৫টি শিশু দেশ ছেড়ে পালাচ্ছে।’