ইউক্রেনের পশ্চিমের শহর এলভিভেতে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার সকালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
পোল্যান্ড সীমান্ত থেকে শহরটি ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। ক্ষেপণাস্ত্রগুলো বিমানবন্দরের কাছে একটি যুদ্ধবিমান মেরামত কেন্দ্রে আঘাত হেনেছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে নগরীর মেয়র জানিয়েছেন, যুদ্ধবিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল। এগুলোর মধ্যে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
তিনি জানান, ক্ষেপণাস্ত্র হামলার আগেই যুদ্ধবিমান মেরামত কেন্দ্রটির কর্মীরা কাজ বন্ধ করে দিয়েছিলেন। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। নগরীর পশ্চিমে অবস্থিত দানিলো হালিতস্কি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে।