বাচনিক আয়োজিত ২০২২-এর বই মেলায় সদ্য প্রকাশিত কাজী হেলালের বই ‘পানকৌড়ির ডুব সাঁতার’ এবং জামিল বিন খলিল এর বই ‘ও আকাশ তুমি থামো’ এই দুটি নতুন বই-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডলি বেগম – MPP Scarborough south west , কবি মেহরাব রহমান, দেলোয়ার এলাহী , ফ্লোরা নাসরিন ইভা ( আবৃত্তিশিল্পী ও কবিপত্নী ), সুলতানা কাজী নিপা (কবিপত্নী ) এবং দুই কবি কাজী হেলাল ও জামিল বিন খলিল।
নতুন দুই বই নিয়ে বিশ্লেষণমূলক বক্তব্য রাখেন কবি দেলোয়ার এলাহী এবং কবি মেহরাব রহমান।
গতকাল ২০ মার্চ রোববার গোল্ডেন এজে (প্রাক্তন মিজান সেন্টার) সন্ধ্যা সাড়ে ছয়টায় এক সুবর্ণ মিলান মেলার মাধ্যমে অনেক গুণীজন, তারকা শিল্পী , পরিবার ও বাচনিক আবৃত্তি পরিবার ছাড়াও টরেন্টোর গুণী আবৃত্তিশিল্পিরা, বিশিষ্ট ব্যাবসায়িগণ, বন্ধু পরিবার সকলে এই আয়োজনে যুক্ত হয়েছিলেন। সচরাচর এই সকল অনুষ্ঠানে এত ব্যাপক সাড়া পাওয়া যায় না । হলভর্তি মানুষের উপস্থিতি জানান দেয় একটি সুন্দর আয়োজনের সার্থকতা ।
দুই কবির লেখায় দুই ভিন্ন রস আস্বাদন আমাদের দেয়। জামিল বিন খলিল তাঁর লেখাজুড়ে সমাজ সচেতন, মুক্তিযুদ্ধ, নারী অধিকার ও ভালবাসার প্রকাশ দেখা যায়, অন্যদিকে কাজী হেলালের কবিতা ইতিহাস নির্ভর , গবেষণামূলক কবিতার রস সেবন করবেন সুপ্রিয় পাঠকরা।
এই দুই কবির বই মুদ্রন করেছে প্রতিভা গ্রাফিক্স এন্ড প্রিন্টার্স । কানাডার টরেন্টোতে ATN মেগা স্টোর এই দুই কবির বই এর পরিবেশক। এখানেই তাঁদের বই পাওয়া যাবে।
এই দুই কবিকে অনেক অভিনন্দন এবং সকল আবৃত্তি শিল্পী এবং আবৃত্তিপ্রেমীদের কাছে অনুরোধ বই দুটি আপনাদের সংগ্রহে রাখুন ।