ইউক্রেনের রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে এসেছে রাশিয়ার বাহিনী। কিয়েভের নিকটবর্তী শহর বরিসপিলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন মেয়র ভলোদিমির বরিসেঙ্কো।
ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এই মুহূর্তে শহরে থাকার কোনো জরুরি প্রয়োজন নেই। ইতোমধ্যে গোটা এলাকায় সংঘর্ষ চলছে। আমি জনগণের কাছে আবেদন করছি, স্মার্ট হোন এবং পারলে শহর ছেড়ে চলে যান।’
মেয়র জানান, যাদের নিজস্ব যানবাহন নেই তাদের সরিয়ে নিতে কর্তৃপক্ষ সাহায্য করবে। ইউক্রেনের পশ্চিমে প্রায় প্রতিদিনই মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রুশ হামলার সংখ্যা অনেক কম।
বরিসেঙ্কো বলেন, ‘অভিজ্ঞতায় দেখা গেছে, যে শহরগুলোতে যুদ্ধ চলছে, সেসব স্থানে যত কম বেসামরিক লোক অবস্থান করছে, (ইউক্রেনের) সশস্ত্র বাহিনীর পক্ষে কাজ করা তত সহজ হচ্ছে।’
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসনের পর অন্তত এক কোটি মানুষ ইউক্রেনে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।