বুধবার (২৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলা একটি সত্যিকারের হুমকি।
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ঐক্য আরো জোরদারের লক্ষ্যে ইউরোপ সফরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বাইডেন। এর আগে হোয়াইট হাউজ ত্যাগের আগে মার্কিন এই প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন।
এই মুহূর্তে রাসায়নিক যুদ্ধের হুমকি কতটা তীব্র- এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি মনে হয় এটি একটি সত্যিকারের হুমকি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রাসেলসে বৈঠকে তিনি এই সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করবেন। এ দিন তিনি ন্যাটো, জি ৭ গ্রুপ ও ইউরোপিয়ান কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন।