বন্ধুত্বের তালিকা থেকে বাদ পড়া দেশগুলোকে ডলার নয় বরং রুবল দিয়ে গ্যাস দিয়ে গ্যাস কিনতে হবে রাশিয়ার কাছ থেকে। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন ঘোষণা দিয়েছেন।
সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, ‘রাশিয়া অবশ্যই পূর্বে সমাপ্ত চুক্তিতে নির্ধারিত ভলিউম ও মূল্য অনুসারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। তবে কেবল মুদ্রা লেনদেনের ওপর প্রভাব পড়বে, রাশিয়ার রুবলে পরিবর্তিত হয়ে যাবে।’
রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, রুশ মুদ্রায় লেনদেন কিভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে সমাধানে পৌঁছতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে এক সপ্তাহ সময় আছে। এছাড়া গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রমকে গ্যাস চুক্তিতে সংশ্লিষ্ট পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হবে।
রাশিয়ার ‘বন্ধুত্বহীন’ দেশগুলোর তালিকায় রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সদস্য, যুক্তরাজ্য, ইউক্রেন, জাপান ও কানাডা। ইউক্রেনে হামলার পর এই দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে।