রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে মন্তব্য করে ‘ঘোলাটে পরিস্থিতিকে আরো ঘোলাটে’ করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কূটনীতিক রিচার্ড হাস এমন মন্তব্য করেছেন।
শনিবার পোল্যান্ডের ওয়ারস সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কসাই। তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।
বাইডেনের এমন মন্তব্যের সমালোচনা করে মার্কিন পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের সভাপতি হাস বলেছেন, এই মন্তব্য ‘ঘোলাটে পরিস্থিতিকে আরও ঘোলাটে এবং বিপজ্জনক পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে ফেলেছে।’
তিনি বলেছেন, ‘এটা সুস্পষ্ট। কীভাবে ক্ষতিপূরণ করা যায় তা কম স্পষ্ট, তবে আমি তার প্রধান সহযোগীদের পরামর্শ দিচ্ছি যে, তারা যেন তাদের প্রতিপক্ষের কাছে বার্তা দেন- মার্কিন যুক্তরাষ্ট্র রুশ সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।’