রাশিয়ার সঙ্গে যুদ্ধে পশ্চিম ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেন কতটা সাহায্য পাচ্ছে এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সাময়িকী দি ইকনোমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি খোলাখুলি তার মতামত দিয়েছেন।
জেলেনস্কি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ব্যাপারে তার ক্রোধ ও অসন্তোষ চেপে রাখেননি।
ফ্রান্স কেন ইউক্রেনকে সামরিক সাহায্য দিচ্ছে না- তা নিয়ে ক্ষুব্ধ জেলেনস্কি। তিনি বলেন, ‘তারা (ফ্রান্স) রাশিয়াকে ভয় পায়। এটাই সত্যি। যারা প্রথমে বড় বড় কথা বলে তারাই প্রথমে ভয় পায়।’
প্রেসিডেন্ট ম্যাঁক্রোই একমাত্র ইউরোপীয় নেতা যিনি ইউক্রেন সংকট শুরুর পর থেকে নিয়মিত প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
এছাড়া জার্মানি নিয়ে জেলেনস্কির প্রতিক্রিয়া মিশ্র। তিনি মনে করেন বার্লিন এখনো প্রধানত ‘অর্থনীতির কাঁচ’ দিয়ে সমস্যাকে দেখছে।
জেলেনস্কি বলেন, ‘তারা (জার্মানি) একটি ভারসাম্য রেখে চলার চেষ্টা করছে। রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, এবং তারা পরিস্থিতিকে অর্থনীতির কাঁচ দিয়ে দেখছে। তারা মাঝে-মধ্যে কিছু সাহায্য করছে। আমার মনে হয় পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তারা তাদের অবস্থান অদল-বদল করছে।’