ধর্ম অবমাননার অভিযোগে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী মিলে খুন করেছে আরেক শিক্ষককে। পাকিস্তানের একটি বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দারা অনেক বেশি রক্ষণশীল।
পুলিশ কর্মকর্তা সাগির আহমেদ জানিয়েছেন, স্কুলের প্রধান ফটকে সাফুরা বিবি নামের ওই শিক্ষকের ওপর ছুরি ও লাঠি নিয়ে হামলা চালায় দুই শিক্ষার্থী ও এক শিক্ষক। পরে তার গলা কেটে ফেলা হয়। এতে ওই শিক্ষকের মৃত্যু হয়।
তিনি জানান, হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন উমরা আমান নামের ওই শিক্ষিকা জামিয়া ফালাহুল বিনাত স্কুলে পড়ুয়া তার দুই ভাতিজির সঙ্গে হত্যার পরিকল্পনা করেছিল। উমরা আমানের সঙ্গে ওই শিক্ষিকার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল কিনা তা জানতে তদন্ত চলছে।