ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপদেষ্টারা ভুল তথ্য দিচ্ছেন। কারণ তারা পুতিনকে যুদ্ধের সত্যিকারের পরিস্থিতি জানাতে ভয় পাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এমন তথ্য জানিয়েছে।
ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সেনারা হতাশায় ভুগছে, তাদের সরঞ্জামের অভাব দেখা দিয়েছে এবং তারা আদেশ পালন করতে অস্বীকার করছে।
হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রভাব সম্পর্কেও পুতিনকেও জানাচ্ছেন কর্মকর্তারা।
এ ব্যাপারে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে, ‘রাশিয়ার সামরিক বাহিনী পুতিনকে বিভ্রান্ত করছে’ এবং এর ফলে ‘পুতিন ও তার সামরিক কর্মকর্তাদের মধ্যে ক্রমাগত উত্তেজনা’ বাড়ছে।
তিনি বলেন, ‘পুতিনের যুদ্ধ একটি কৌশলগত ভুল যা রাশিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল ও বিশ্বমঞ্চে ক্রমশ বিচ্ছিন্ন করে রাখছে।’
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এই প্রতিবেদনকে ‘অস্বস্তিকর’ বলে অভিহিত করেছেন, কারণ পরিস্থিতি সম্পর্কে অজ্ঞাত পুতিন শান্তি আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে ‘বিশ্বস্তের চেয়ে কম’ চেষ্টা করতে পারেন।
তিনি বলেন, ‘অন্য জিনিসটি হল, আপনি জানেন না যে এই জাতীয় নেতা খারাপ খবর পেয়ে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন।’
ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কাছ থেকে কিছু এলাকা পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছে। মঙ্গলবার তারা জানিয়েছে, কিয়েভ ও উত্তরের শহর চেরনিহিভের চারপাশে হামলা জোরদার করা হবে।
যুক্তরাজ্যের সাইবার গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউয়ের প্রধান জেরেমি ফ্লেমিং জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর এই অবস্থান এটাই ইঙ্গিত দিচ্ছে যে, রাশিয়া ‘পরিস্থিতি সম্পর্কে ব্যাপকভাবে ভুল ধারণা করেছে।’