পোপ ফ্রান্সিস কিয়েভ সফরের কথা বিবেচনা করছেন এবং ইউক্রেন আক্রমণের বিষয়ে পরোক্ষভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন।
দুইদিনের সফরে মাল্টা যাওয়ার পথে বিমানে রিপোর্টাদের সাথে আলাপে এমন মন্তব্য করেন। শনিবার (২ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পোপ বলেন, ইউরোপের পূর্ব থেকে, সূর্যোদয়ের দেশ থেকে, যুদ্ধের কালো ছায়া ছড়িয়ে পড়েছে এখন। অথচ আমরা ভেবেছিলাম যে অন্যান্য দেশের আক্রমণ, বর্বর স্ট্রিট ফাইট এবং পারমাণবিক হুমকি শুধুই সুদূর অতীতের ভয়াবহ স্মৃতি।
তিনি আরো বলেন, যদিও যুদ্ধের শীতল বাতাস, যা শুধুমাত্র মৃত্যু, ধ্বংস এবং ঘৃণা নিয়ে আসে, তাতে অসংখ্য মানুষের জীবন ভেসে গেছে এবং আমাদের সবাইকে আক্রান্ত করেছে।
এর আগেও ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন পোপ। তিনি বলেছিলেন, ইউক্রেনে রক্ত ও চোখের পানির নদী বয়ে যাচ্ছে। এটি শুধু সামরিক অভিযান নয় বরং এটি এমন এক যুদ্ধ, যার মধ্য দিয়ে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার বীজ রোপিত হয়েছে।