শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরো জটিল হচ্ছে। প্রেসিডেন্ট রাজাপাকসে অর্থনৈতিক কৃচ্ছতার জন্য বিভিন্ন দেশে দূতাবাস বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার এনডিটিভি অনলাইন এমন তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার সাময়িকভাবে অস্ট্রেলিয়া, নরওয়ে ও ইরাকে শ্রীলঙ্কার দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পররাষ্ট্র দপ্তর।
একইদিন জোট সরকার থেকে বের হয়ে গেছেন ৪১ জন আইনপ্রণেতা। এতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন দল। বিরোধী দল প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসের ঐক্যের সরকার গঠনের আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়েছে।
এদিকে, পুলিশের হুঁশিয়ারি সত্ত্বেও মঙ্গলবার আইনজীবী ও শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে মিছিল করেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন।