রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের দপ্তর ঘিরে রাখা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
বুধবার এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন।
খাদ্যদ্রব্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত পাঁচ দিন ধরে কলম্বোতে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। তারা শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির অবনতির জন্য প্রধানমন্ত্রী রাজাপাকসে ও প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে দায়ী করেছেন। এই দুজনের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের দপ্তরের সামনে অবস্থান নিয়েছে।
এ ব্যাপারে বিক্ষোভকারীদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
গত দুই বছরে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই-তৃতীয়াংশেরও বেশি কমে গেছে। সরকারের কর হার কমানোর অদূরদর্শী সিদ্ধান্ত এবং করোনা মহামারির কারণে পর্যটন নির্ভর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর্থিক সংকটের কারণে এক মাসেরও বেশি সময় ধরে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও ওষুধের ঘাটতি চলছে। মঙ্গলবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদিশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি এবং অর্থনৈতিক দুর্দশার কারণে সাময়িকভাবে বিদেশি কোনো ঋণের কিস্তি তারা পরিশোধ করবে না।