রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ান জ্বালানি ব্যবহার ছাড়া ইউরোপের আর কোনও বিকল্প নেই। মহাদেশটি রুশ তেল ও গ্যাস সরবরাহের বিকল্পের চেষ্টা করলে তা ‘অত্যন্ত বেদনাদায়ক’ অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে।
বৃহস্পতিবার মস্কোর কাছে তার বাসভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে পুতিন সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন।
পুতিন বলেন, ‘ইউরোপের জন্য কোনও যৌক্তিক বিকল্প নেই। বিশ্ববাজারে কোনও অতিরিক্ত উৎপাদন নেই এবং প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ থেকে ইউরোপে আমদানি হলে ভোক্তাদের অনেক গুণ বেশি খরচ হবে।’
ইউক্রেনে হামলার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে ইউরোপের অনেক দেশ রাশিয়ার গ্যাস ও তেল আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছিল। কিন্তু অর্থনীতির ওপর ব্যাপক চাপ পড়ার আশঙ্কায় ওই পথে হাঁটেনি জার্মানিসহ কয়েকটি দেশ।