ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গোলাবারুদের কারখানা ধ্বংস করেছে রাশিয়া। রোববার রুশ প্রতিরক্ষা দপ্তর এমন তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘রাতে উচ্চমাত্রার নির্ভুলতা ক্ষেপণাস্ত্রগুলো কিয়েভ অঞ্চলের ব্রোভারির এলাকার কাছের একটি গোলাবারুদ কারখানা ধ্বংস করেছে।’
ব্রোভারির মেয়র ইগর ব্রোভারির সাপোজকো জানিয়েছেন, রোববার ভোরে ‘কিছু অবকাঠামোগ হামলার শিকার হয়েছে।’
শুক্রবার কিয়েভে যুদ্ধবিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালায় রাশিয়া। ধারণা করা হচ্ছে, কৃষ্ণসাগর রুশ নৌ বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার প্রেক্ষাপটে এই হামলা চালিয়েছে মস্কো। শনিবার কিয়েভে নতুন করে হামলা শুরু করা হয়। ওই হামলায় এক জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে।