অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিশ্ব বাজারে সয়াবিন তেল, চিনি, সারসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে।’
বুধবার (২০ এপ্রিল) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংকের মার্চ মাসের প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে বিশ্বে গমের দাম বেড়েছে ৩৮ শতাংশ। গরুর মাংসের ৩৫ শতাংশ, মুরগির মাংসের ৫৫ শতাংশ, সয়াবিন তেলের ৩৭ শতাংশ, চিনি ১১ শতাংশ, চা ১৩ শতাংশ, টিএসপি সার ৬৫ শতাংশ এবং ইউরিয়া সারের দাম বেড়েছে ২৩৪ শতাংশ।’
তিনি বলেন, ‘আমাদের এগুলো উচ্চ দামে কিনতে হয়। এগুলোকে সমন্বিত প্রয়াস অব্যাহত রেখে কাজটি করতে হয়।’
ডিজিটাল কানেকটিভিটি প্রকল্প সম্পর্ক জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘প্রজেক্টটি আমাদের বিবেচনায় ভালো। গণমাধ্যমে এসেছে করোনার মধ্যে ই-কমার্স খাতে দেশে ১ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছে। একই খাতে চলতি বছর আরো ৫ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে।’
‘আমরা যে প্রকল্পগুলো অনুমোদন দেই সেক্ষেত্রে দু’টি জিনিস বিবেচনা করি। এক্ষেত্রে মৌলিক দু’টি এলাকা বিবেচনা করি, একটি রেভিনিউ জেনারেশন ফর গভর্নমেন্ট; আরেকটি কর্মসংস্থান। প্রকল্পটি বাস্তবায়িত হলে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’