স্পেনের এক নারী ২০ দিনের ব্যবধানে দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন বলে গবেষকরা জানিয়েছেন। ৩১ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মী প্রথমে ২০২১ সালের ডিসেম্বরে ডেল্টা এবং পরে চলতি বছরের জানুয়ারিতে ওমিক্রনে সংক্রমিত হয়েছিলেন।
গবেষকরা জানিয়েছেন, বিশ্বে এই নারীই প্রথম এতোটা স্বল্প সময়ের ব্যবধানে দু’বার করোনায় সংক্রমিত হলেন। কাতালোনিয়ার ওই নারী করোনার টিকার বুস্টার ডোজও নিয়েছিলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্পেনের চিকিৎসকরা বলেছেন, ‘সম্পূর্ণ টিকাপ্রাপ্তরাও নিশ্চিত হতে পারেন না যে তারা পুনরায় সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষিত।’
ডেইলি মেইল ইনস্টিটিউট কাতালা দে লা স্যালুটের ডক্টর জেমা রেসিও বলেছেন, ‘এই ঘটনা এটাই দেখাচ্ছে আগে অন্য ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার পর কিংবা টিকা নেওয়ার পর ইমিউনিটি অর্জন হলেও ওমিক্রনে সংক্রমণের সম্ভাব্যতা থেকে যায়।’