ইউক্রেনকে আরো ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন ঘোষণা দিয়েছেন।
এর আগে গত মার্চে ইউক্রেনকে ৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আওতায় ৮০০ স্টিঙ্গার বিমান বিধ্বংসী অস্ত্র ও ১০০ ড্রোনসহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল।
বৃহস্পতিবার ইউক্রেনকে ৮০ কোটি ডলারের অস্ত্র এবং ৫০ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা প্যাকেজ দেওয়ার কথা জানিয়েছন বাইডেন। নতুন করে যেসব অস্ত্র দেওয়া হবে তার মধ্যে রয়েছে ভারী গোলাবারুদ, এক লাখ ৪৪ হাজার রাউন্ড গুলি এবং কৌশলগত ড্রোন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি, আমরা ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সমর্থনও জানাচ্ছি। আজ, মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করছে যে আমরা ইউক্রেন সরকারকে সরাসরি অর্থনৈতিক সহায়তার জন্য অতিরিক্ত ৫০ কোটি ডলার প্রদান করতে চাই।’