প্রায় দুই মাস ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২১ হাজার সেনা নিহত হয়েছে। শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী এমন দাবি করেছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ফেসবুক পেজে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ৮৩৮টি ট্যাংক, ২ হাজার ১৬২টি সশস্ত্র যান, ১৭৬টি যুদ্ধবিমান এবং ১৫৩টি হেলিকপ্টার ধ্বংস করেছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।
রাশিয়া অবশ্য যুদ্ধে তাদের খুব কমই হতাহতের কথা স্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এপ্রিলের প্রথম দিকে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির’ কথা স্বীকার করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্চ মাসে এক হাজার ৩৫১ সেনা নিহতের কথা জানিয়েছিল। এরপর থেকে যুদ্ধে আর কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করেনি ক্রেমলিন।