চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী সাংহাইয়ে শুক্রবার করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ১১। শনিবার চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
করোনভাইরাস প্রাদুর্ভাবের সাথে লড়াই করা সাংহাইয়ে শুক্রবার ২০ হাজার ৬৩৩ টি নতুন স্থানীয় উপসর্গবিহীন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এক দিন আগে এই সংখ্যা ছিল ১৫ হাজার ৬৯৮।
সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, যারা মারা গেছেন তাদের গড় বয়স ৮৮ বছর। এদের সবার স্বাস্থ্যগত সমস্যা ছিল এবং তারা কেউ টিকা নেননি।
সংক্রমণ বাড়ায় সাংহাইয়ের অবরুদ্ধ আবাসিক ভবনগুলোর বাসিন্দাদের হতাশা বাড়ছে। তবে স্থানীয় কর্মকর্তারা মনে করেন যতক্ষণ না কোয়ারেন্টাইন এলাকার বাইরে নতুন শনাক্ত বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কোনও শিথিলতা দেখানো হবে না।
সাংহাইয়ের মেয়র গং ঝেং শুক্রবার বলেছেন, ‘সময় যত বেশি সংকটময় হয়ে উঠবে, তত জোরে আমাদের দাঁত কামড়ানোর এবং আমাদের শক্তির ওপর মনোযোগ দিতে হবে।’