ঈদুল ফিতর উপলক্ষে ২০০ যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আর মাসিরাহ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বিদ্রোহীগোষ্ঠীটির যুদ্ধবন্দি বিষয়ক কমিটির প্রধান নির্বাহী আবদুল কাদের আল মুরতাদা।
রোববার (২৪ এপ্রিল) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
মুরতাদা বলেন, ‘সৌদি জোটের সঙ্গে হওয়া আমাদের বন্দি বিনিময় চুক্তির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি ইতোমধ্যে জাতিসংঘ প্রতিনিধিকেও জানানো হয়েছে।’
২০১৫ সালের শুরুর দিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মুখে তৎকালীন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি সৌদি আরবে চলে যান। সে সময় এই প্রেসিডেন্টকে পুনরায় ক্ষমতায় ফেরাতে এবং হুতিদের দমনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করে।