যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এবারই প্রথম এশিয়া সফরে আসছেন জো বাইডেন। আগামী মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে করবেন তিনি। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন প্রশাসনের চলমান উত্তেজনার মধ্যে এ সফর সূচী ঘোষণা করেছে হোয়াইট হাউজ।
বুধবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আগামী মে মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত বাইডেন দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন। এ সময় তিনি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি জোরদার করার চেষ্টা করবেন।
মার্কিন কর্মকর্তারা জানান, এই সফরে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। আগামী ১০ মে ইউন সুক প্রেসিডেন্ট হিসিবে শপথ নেবেন। এছাড়াও বাইডেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন।