হংকংয়ের নতুন নেতা নির্বাচিত হয়েছেন চীনপন্থী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত সাবেক নিরাপত্তা প্রধান জন লি। হংকংয়ের ওপর নিজেদের দখল আরও শক্তিশালী করার জন্য জন লিকে নেতা হিসেবে নির্বাচন চীন সরকারের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রোববার (৮ মে) প্রকাশিত খবরে একথা জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।
জন লি হংকংয়ের বিদায়ী প্রধান নির্বাহী ক্যারি লামের স্থলাভিষিক্ত হবেন। ২০১৭ সাল থেকে এ দায়িত্ব পালন করছিলেন লাম।
সংবাদ মাধ্যম জানায়, রোববার নির্বাচন কমিটির জন লি ১ হাজার ৫০০ জন সদস্যদের মধ্যে মধ্যে ১ হাজার ৪১৬ জনের ভোট পেয়েছেন জন লি। তার বিপক্ষে ভোট দিয়েছেন ৮ জন।
বেইজিংয়ের আরোপিত নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য ২০২০ সালে ৬৪ বছর বয়সী জন লি’র ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। চীনের জারি করা ওই আইনের কারণে সে সময় ১৫০ জনের বেশি মানুষকে আটক করা হয়।