তাইওয়ানে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ মে) বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়।
তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানায়, দেশটির পূর্ব উপকূলীয় জেলা হুয়ালিয়েন থেকে ৮৯ দশমিক ৫ কিলোমিটার দূরে জাপানের ইয়োনাগুনি দ্বীপের মাঝামাঝি সমুদ্রের তলদেশের ২৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
তাইওয়ানের রেল বিভাগ জানায়, ভূমিকম্পের পর অল্প কিছু সময়ের জন্য রেল সেবা বন্ধ রাখা হয়েছিল। লাইন পরিদর্শন শেষ আবারো রেল সেবা চালু করা হয়েছে।
তাইওয়ান ভূকম্প প্রবণ দুটি প্লেটের ওপর অবস্থিত। ফলে সেখানে ভূমিকম্পের মাত্রাও বেশি।
২০১৬ সালে দেশটির দক্ষিণাংশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ মারা গিয়েছিল। এছাড়া ১৯৯৯ সালে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মারা গিয়েছিল ২ হাজারের বেশি মানুষ।
সূত্র: রয়টার্স