প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেননি রাষ্ট্রপ্রধান রানি এলিজাবেথ। মঙ্গলবার তার পরিবর্তে পার্লামেন্টে ভাষণ দেন যুবরাজ চার্লস। এর মাধ্যমে ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে রয়টার্স।
ঐতিহ্যগতভাবে পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়ে থাকেন রানি এলিজাবেথ। রানী তার ৭০ বছরের রাজত্বকালে মাত্র দু’বার এই অনুষ্ঠানে হাজির হতে পারেননি। প্রথমবার ১৯৫৯ সালে এবং দ্বিতীয় বার ১৯৬৩ সালে। দুবারই তিনি সন্তানসম্ভবা ছিলেন।
সোমবার বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়, চিকিৎসকের পরামর্শের কারণে ৯৬ বছর বয়সী রানি অধিবেশনে উপস্থিত হতে পারবেন না।
গত বছরের অক্টোবরে অসুস্থতার কারণে হাসপাতালে একদিন থাকতে হয়েছিল রানিকে। এরপর থেকে তাকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে। তিনি ফেব্রুয়ারিতেও কোভিড-১৯-এ আক্রান্ত হন।