ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহত হয়েছেন। বুধবার (১১ মে) আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।
পশ্চিম তীর থেকে আল জাজিরার আরেকজন সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান, জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে দখলদাররা।
ফিলিস্তিনের শহর রামাল্লা থেকে ইব্রাহিম আরো বলেন, আমরা এখন জানতে পারছি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে মৃত ঘোষণা করেছে। শিরীন ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরের উত্তরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের অভিযান কাভার করছিলেন। তখন তার মাথায় গুলি লাগে। শিরীনের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য এটা এক ভয়াবহ অভিজ্ঞতা।
তিনি আরো বলেন, শিরীন খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার (জাগরণ) শুরু থেকে তিনি আল-জাজিরার সঙ্গে কাজ করছিলেন।