ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জিএসটিওইউ এমন তথ্য জানিয়েছে।
ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের প্রধান লাইনটি ইউক্রেনের মধ্যে দিয়ে গেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পরও কিয়েভ গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।
কিন্তু জিএসটিওইউ জানিয়েছে, বর্তমানে ‘দখলদার বাহিনীর হস্তক্ষেপের’ কারণে ইউরোপীয় অংশীদারদের প্রতি ‘দায়বদ্ধতা পূরণ করা অসম্ভব’। রাশিয়ার হস্তক্ষেপের কারণে ইউক্রেনের গ্যাস পরিবহন ব্যবস্থার ‘স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন’ হচ্ছে। এ কারণে স্থানীয় সময় বুধবার সকাল ৭টা থেকে তারা সীমান্তের শোখরানিভকা গ্যাস পরিমাপ কেন্দ্র এবং নভোপস্কভ কমপ্রেসর স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে।
রাশিয়ার সরকারি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, তারা ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত নোটিস পেয়েছে।