প্রতিমাসে ঋতুস্রাবের সময় যন্ত্রণায় ভোগা চাকরিজীবী নারীদের কিছুটা স্বস্তি দিতে যাচ্ছে স্পেনের সরকার। তাদের প্রতিমাসে তিন দিন ঋতুস্রাব ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি আইন পাস হতে যাচ্ছে দেশটিতে।
বিশ্বের কয়েকটি দেশেই নারীদের এ ধরনের ছুটি দেওয়া হয়। এসব দেশের মধ্যে রয়েছে, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও জাম্বিয়া।
স্পেনের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স সোসাইটির দাবি, ঋতুস্রাবের সময় প্রায় এক-তৃতীয়াংশ নারীর ক্র্যাম্পিং (মাংস জমাট বেধে ব্যথা) হয়, যাকে ডিসমেনোরিয়া বলা হয়। এটি ঋতুস্রাব হওয়ার আগে বা ওই সময় ঘটে। এছাড়া অনেকের মাথাব্যথা ও ডায়রিয়া থেকে শুরু করে জ্বরও হয়ে থাকে।
স্টেট ফর ইকুয়ালিটির কর্মকর্তা অ্যাঞ্জেলা রদ্রিগেজ বলেছেন, ‘যদি কারো এই ধরনের লক্ষণসহ অসুস্থতা থাকে তাহলে সাময়িক অক্ষমতা মঞ্জুর করা হয়, তাই ঋতুস্রাবের ক্ষেত্রেও এটি হওয়া উচিত – ঋতুস্রাবের যন্ত্রণাদায়ক সময়ে এক জন নারীকে ঘরে থাকতে দেওয়া উচিত।’
ক্যাডেনা সের রেডিও স্টেশন জানিয়েছে, আগামী সপ্তাহে স্পেন সরকার এই এর অনুমোদন দেবে। মঙ্গলবার পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে এটি পাস হবে।