রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক স্ত্রী লিউডমিলা ওচেরেটনায়া এবং কথিত বান্ধবী আলিনা কাবায়েভাসহ ১২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে এএফপি।
যুক্তরাজ্য জানিয়েছে, প্রভাবশালী রাষ্ট্রীয় পদে থেকে দুর্নীতিগ্রস্ত সম্পদ লুকানো এবং পুতিনের সাথে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা পুতিনের বিলাসবহুল জীবনযাপনে সহায়তাকারী এবং তার অভ্যন্তরীণ পরিচিত গণ্ডির নেটওয়ার্ককে উন্মোচিত করছি এবং লক্ষ্যবস্তু বানাচ্ছি। ইউক্রেন জয় না হওয়া পর্যন্ত আমরা পুতিনের আগ্রাসনে সহায়তাকারী এবং সমর্থনকারী সবার উপর নিষেধাজ্ঞা দিতে থাকব।’
পুতিনের সামান্য বেতন এবং সরকারিভাবে ঘোষিত সম্পদের হিসেবে ব্যাপক বিলাসবহুল জীবনযাপন সম্ভব নয়। অথচ তার বিলাসবহুল ইয়ট এবং রাজকীয় প্রাসাদ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর সবগুলোই তার ঘনিষ্ঠজনদের নামে। আর এ কারণেই পুতিনের ঘনিষ্ঠজনরা নিষেধাজ্ঞার শিকার হচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য।